3. তারা আল্লাহ্র গোলাম মূসার এবং সেই মেষ-শাবকের এই কাওয়ালীটি গাইছিল:“হে সর্বশক্তিমান মাবুদ আল্লাহ্,কত মহান ও আশ্চর্য তোমার কাজ!হে সমস্ত জাতির বাদশাহ্,কত ন্যায় ও সত্য তোমার পথ!
4. হে মাবুদ, কে না তোমাকে ভয় করবে?কে না তোমার নামের প্রশংসা করবে?কেবল তুমিই তো পবিত্র।সমস্ত জাতি তোমার কাছে আসবে,সবাই তোমার এবাদত করবে;কারণ তোমার ন্যায়বিচার প্রকাশিত হয়েছে।”
5. এর পরে আমি দেখলাম, বেহেশতে সেই এবাদত-খানাটি, অর্থাৎ সাক্ষ্য-তাম্বুটা খোলা হল।
6. তখন সেই সাতজন ফেরেশতা সাতটা গজব নিয়ে এবাদত-খানা থেকে বের হয়ে আসলেন। তাঁদের পরনে ছিল পরিষ্কার ঝক্ঝকে কাপড় আর বুকে বাঁধা ছিল সোনার পটি।