বাদশাহ্ আর্টা-জারেক্সেসের রাজত্বের বিশ বছরের নীষন মাসের একদিন খাবার সময় বাদশাহ্র সামনে আংগুর-রস ছিল, আর আমি তা নিয়ে বাদশাহ্কে দিলাম। এর আগে আমি বাদশাহ্র সামনে কখনও মলিন মুখে থাকি নি।