নহিমিয়া 12:11-17 Kitabul Mukkadas (MBCL)

11. যোয়াদার ছেলের নাম যোনাথন আর যোনাথনের ছেলের নাম যদ্দূয়।

12. যোয়াকীমের সময়ে ইমাম-বংশগুলোর মধ্যে যাঁরা প্রধান ছিলেন তাঁরা হলেন সরায়ের বংশের মরায়, ইয়ারমিয়ার বংশের হনানিয়,

13. উযায়েরের বংশের মশুল্লম, অমরিয়ের বংশের যিহোহানন,

14. মল্লূকীর বংশের যোনাথন, শবনিয়ের বংশের ইউসুফ,

15. হারীমের বংশের অদ্‌ন, মরায়োতের বংশের হিল্কয়

16. ইদ্দোর বংশের জাকারিয়া, গিন্নথোনের বংশের মশুল্লম,

17. অবিয়ের বংশের সিখ্রি, মিনিয়ামীনের বংশের একজন, মোয়দিয়ের বংশের পিল্টয়,

নহিমিয়া 12