24. লোকদের সমস্ত বিষয়ে বাদশাহ্র পরামর্শদাতা ছিলেন মশেষবেলের ছেলে পথাহিয়। মশেষবেলের পূর্বপুরুষ ছিলেন সেরহ ও এহুদা।
25. এহুদা-গোষ্ঠীর লোকেরা যে সব গ্রাম ও সেগুলোর ক্ষেত-খামারগুলোতে বাস করত তা হল কিরিয়ৎ-অর্ব ও তার আশেপাশের গ্রামগুলো, দীবোন ও তার আশেপাশের গ্রামগুলো, যিকব্-সেল ও তার আশেপাশের গ্রামগুলো,
26. ইউসা, মোলাদা, বৈৎ-পেলট,
27. হৎসর-শুয়াল, বের্-শেবা ও তার আশেপাশের গ্রামগুলো,
28. সিক্লগ, মকোনা ও তার আশেপাশের গ্রামগুলো,