16. ‘তোমাদের মাবুদ আল্লাহ্র হুকুম মেনে তোমরা তোমাদের পিতা-মাতাকে সম্মান করে চলবে। তাতে তোমাদের মাবুদ আল্লাহ্র দেওয়া দেশে তোমরা অনেক দিন বেঁচে থাকবে এবং তোমাদের উন্নতি হবে।
17. ‘খুন কোরো না।
18. ‘জেনা কোরো না।
19. ‘চুরি কোরো না।
20. ‘কারও বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়ো না।
21. ‘অন্যের স্ত্রীর উপর লোভ কোরো না। অন্যের ঘর-দুয়ার, জমা-জমি, গোলাম ও বাঁদী, গরু-গাধা কিংবা আর কিছুর উপর লোভ কোরো না।’