2. আমি তোমাদের যে হুকুম দিচ্ছি তার সংগে কিছু যোগ কোরো না এবং তা থেকে কিছু বাদও দিয়ো না। তোমাদের মাবুদ আল্লাহ্র যে সব হুকুম আমি তোমাদের দিচ্ছি তা তোমরা মেনে চলবে।
3. “মাবুদ বাল-পিয়োরে যা করেছিলেন তা তো তোমরা নিজের চোখেই দেখেছ। তোমাদের মধ্যে যারা পিয়োরের বাল-দেবতার পূজা করেছিল তোমাদের মাবুদ আল্লাহ্ তাদের প্রত্যেককে তোমাদের মধ্য থেকে ধ্বংস করেছেন,
4. কিন্তু তোমরা যারা তোমাদের মাবুদ আল্লাহ্কে আঁকড়ে ধরেছিলে, তোমরা সবাই এখনও বেঁচে আছ।