দ্বিতীয় বিবরণ 33:15-18 Kitabul Mukkadas (MBCL)

15. পুরানো পাহাড়ের সম্পদ দিয়ে,চিরকালের পাহাড়ের ধন দিয়ে,

16. ভরা দুনিয়ার ভাল ভাল জিনিস দিয়ে,আর জ্বলন্ত ঝোপে যিনি ছিলেন তাঁর রহমত দিয়ে।ইউসুফের মাথায় এই সব দোয়া ঝরে পড়ুক;ভাইদের মধ্যে যে মহৎ তাঁরই মাথায় ঝরে পড়ুকএই সব দোয়া।

17. তার মহিমা প্রথমে জন্মানো ষাঁড়ের মত,তার মাথায় রয়েছে বুনো ষাঁড়ের শিং।তা দিয়ে সে গুঁতাবে দুনিয়ার সব জাতিকে,এমন কি, এর শেষ সীমানার জাতিকেও।এই রকমই হবে আফরাহীমের লক্ষ লক্ষআর মানশার হাজার হাজার লোক।”

18. সবূলূন সম্বন্ধে তিনি বলেছিলেন,“সবূলূন বাইরের কাজে খুশী হোক,আর ইষাখর খুশী হোক ঘরের কাজে।

দ্বিতীয় বিবরণ 33