42. মেরে ফেলা আর বন্দী লোকদের রক্ত খাইয়েআমার তীরগুলোকে আমি মাতাল করে তুলব;আমার তলোয়ার গোশ্ত খাবে,লম্বা-চুলওয়ালা শত্রুর মাথার গোশ্ত খাবে।”
43. হে সমস্ত জাতির লোকেরা,তোমরা মাবুদের বান্দাদের সংগে তাঁর প্রশংসা কর,কারণ তিনি তাঁর গোলামদের রক্তের শোধ নেবেন,তাঁর শত্রুদের শাস্তি দেবেনআর তাঁর দেশ ও তাঁর বান্দাদেরগুনাহ্ ঢাকবার ব্যবস্থা করবেন।
44. মূসা আর নূনের ছেলে ইউসা গিয়ে এই গজলের সব কথা লোকদের শোনালেন।