এবার তোমরা ভেবে দেখ যে, আমিই তিনি;আমি ছাড়া আর কোন মাবুদ নেই।মরণ-বাঁচন আমারই হাতে,আমি ক্ষত করেছি, আমিই সুস্থ করব;আমার হাত থেকে বাঁচাতে পারে এমন কেউ নেই।