তখন মাবুদ আমাকে বললেন, ‘তুমি তাকে ভয় কোরো না, কারণ তাকে ও তার দেশ ও সৈন্য-সামন্ত আমি তোমার হাতে দিয়ে দিয়েছি। তুমি হিষ্বোনে বাসকারী আমোরীয়দের বাদশাহ্ সীহোনের অবস্থা যা করেছিলে এর অবস্থাও তা-ই করবে।’