দ্বিতীয় বিবরণ 28:29 Kitabul Mukkadas (MBCL)

অন্ধ লোক যেমন অন্ধকারে হাতড়ে বেড়ায় তেমনি করে তোমরা দিনের বেলাতেই হাতড়ে বেড়াবে; তোমাদের কোন কাজই সফল হবে না। তোমাদের উপর সব সময় জুলুম আর লুট চলবে; তা থেকে তোমাদের উদ্ধার করবার জন্য কেউ এগিয়ে আসবে না।

দ্বিতীয় বিবরণ 28

দ্বিতীয় বিবরণ 28:21-34