দ্বিতীয় বিবরণ 23:6-13 Kitabul Mukkadas (MBCL)

6. তোমরা যতদিন বাঁচবে ততদিন এদের কোন উপকার বা উন্নতির চেষ্টা করবে না।

7. “কিন্তু ইদোমীয়দের তোমরা ঘৃণা করবে না, কারণ তারা তোমাদের ভাই। মিসরীয়দেরও ঘৃণা করবে না, কারণ তাদের দেশে তোমরা বিদেশী হিসাবে বাস করতে।

8. তোমাদের মধ্যে বাস করবার পরে তৃতীয় পুরুষ থেকে এরা মাবুদের বান্দাদের সমাজে যোগ দিতে পারবে।

9. “শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে ছাউনি ফেলবার পরে সমস্ত রকম নাপাকী থেকে তোমরা দূরে থাকবে।

10. রাতে বীর্যপাতের দরুন যদি তোমাদের কেউ নাপাক হয়, তবে তাকে ছাউনির বাইরে গিয়ে থাকতে হবে।

11. বিকাল হয়ে আসলে তাকে গোসল করে ফেলতে হবে। সূর্য ডুবে গেলে পর সে ছাউনিতে ফিরে যেতে পারবে।

12. “পায়খানার জন্য ছাউনির বাইরে তোমাদের একটা জায়গা ঠিক করে নিতে হবে।

13. তোমাদের অস্ত্রশস্ত্রের মধ্যে মাটি খুঁড়বার জন্য একটা কিছু রাখতে হবে। পায়খানা করবার আগে তোমরা সেটা দিয়ে গর্ত করে পায়খানা মাটি চাপা দিয়ে দেবে।

দ্বিতীয় বিবরণ 23