দ্বিতীয় বিবরণ 23:16-19 Kitabul Mukkadas (MBCL)

16. সেই গোলাম তোমাদের মধ্যে যেখানে বাস করতে চায় তাকে সেখানেই বাস করতে দিয়ো; তাকে কষ্ট দিয়ো না।

17. “কোন ইসরাইলীয় স্ত্রীলোক যেন মন্দির-বেশ্যা না হয়; কোন ইসরাইলীয় পুরুষও যেন মন্দির-বেশ্যার জীবন না কাটায়।

18. পুরুষ হোক বা স্ত্রীলোক হোক যে বেশ্যার জীবন কাটায় তার রোজগারের টাকা মানত পূরণের জন্য তোমাদের মাবুদ আল্লাহ্‌র ঘরে আনা চলবে না, কারণ এই রকম পুরুষ ও স্ত্রীলোকদের মাবুদ ঘৃণা করেন।

19. “তোমরা কোন ইসরাইলীয় ভাইয়ের কাছ থেকে সুদ নেবে না- সেই সুদ টাকা-পয়সার উপরেই হোক কিংবা খাবার জিনিসের উপরেই হোক কিংবা অন্য যে কোন জিনিসের উপরেই হোক।

দ্বিতীয় বিবরণ 23