তোমাদের মাবুদ আল্লাহ্ যে জায়গা বেছে নেবেন সেখানেই তোমরা তাঁর উদ্দেশে সাত দিন ধরে এই ঈদ পালন করবে, কারণ তোমাদের তোলা সব ফসল এবং সব কাজে তোমাদের মাবুদ আল্লাহ্ তোমাদের দোয়া করবেন আর তোমাদের আনন্দ পূর্ণ হবে।