1-2. “ধরে নাও, তোমাদের মধ্যে কোন নবী বা স্বপ্ন দেখে ভবিষ্যতের কথা বলতে পারে এমন কেউ দেখা দিল এবং তোমাদের কাছে কোন চিহ্ন বা কুদরতির কথা বলল আর তা সত্যিই ঘটল। সেই লোকও যদি তোমাদের কাছে নতুন এমন দেব-দেবীর সম্বন্ধে বলে, ‘চল, আমরা দেব-দেবীর কাছে গিয়ে তাদের পূজা করি,’
3. তবে তোমরা সেই নবী বা স্বপ্নদেখা লোকের কথা শুনো না। তোমরা তোমাদের মাবুদ আল্লাহ্কে তোমাদের সব মনপ্রাণ দিয়ে মহব্বত কর কিনা তা তিনি তোমাদের পরীক্ষায় ফেলে দেখিয়ে দিচ্ছেন।
4. তোমাদের মাবুদ আল্লাহ্র কথামতই তোমাদের চলতে হবে এবং তাঁকেই ভয় করতে হবে। তোমরা তাঁর হুকুম পালন করবে ও তাঁর বাধ্য হয়ে চলবে; তোমরা তাঁর এবাদত করবে ও তাঁকেই আঁকড়ে ধরে থাকবে।