তোমাদের মাবুদ আল্লাহ্র কোরবানগাহের উপর তোমরা তোমাদের পোড়ানো-কোরবানীর গোশ্ত ও রক্ত কোরবানী দেবে। তোমাদের মাবুদ আল্লাহ্র কোরবানগাহের গায়ে তোমাদের কোরবানী করা পশুর রক্ত ঢেলে দিতে হবে, কিন্তু তার গোশ্ত তোমরা খেতে পারবে।