18. তোমাদের মাবুদ আল্লাহ্র বেছে নেওয়া জায়গায় তাঁর সামনে এগুলো তোমাদের খেতে হবে। তোমরা, তোমাদের ছেলেমেয়েরা, তোমাদের গোলামেরা এবং তোমাদের গ্রাম ও শহরের লেবীয়রা তা খাবে এবং তোমাদের পরিশ্রমের ফল নিয়ে তোমাদের মাবুদ আল্লাহ্র সামনে আনন্দ করবে।
19. তোমাদের দেশে তোমরা যতদিন বাস করবে ততদিন লেবীয়দের প্রতি তোমাদের খেয়াল রাখতে হবে।
20. “তোমাদের মাবুদ আল্লাহ্ তাঁর ওয়াদা অনুসারে তোমাদের দেশের সীমানা বাড়িয়ে দেবার পরে যখন তোমরা গোশ্ত খাবার ইচ্ছা নিয়ে বলবে, ‘গোশ্ত খাব,’ তখন তোমরা খুশীমত গোশ্ত খেতে পারবে।