বাদশাহ্র সামনে সেই যুবকদের নিয়ে যাবার জন্য বাদশাহ্ যে সময় ঠিক করে দিয়েছিলেন সেই সময়ের শেষে সেই প্রধান রাজকর্মচারী তাঁদের বখতে-নাসারের সামনে নিয়ে গেলেন।