জাকারিয়া 13:1-2 Kitabul Mukkadas (MBCL)

“আমি আল্লাহ্‌ রাব্বুল আলামীন বলছি, সেই দিন দাউদের বংশের ও জেরুজালেমের বাসিন্দাদের গুনাহ্‌ ও নাপাকী ধুয়ে ফেলবার জন্য একটা ঝর্ণা খোলা হবে। সেই দিন দেশ থেকে মূর্তিগুলো দূর করে দেওয়া হবে এবং তাদের নাম পর্যন্ত আর কারও মনে থাকবে না। আমি দেশ থেকে তাদের নবীদের দূর করে দেব এবং ভূতদেরও দূর করে দেব।

জাকারিয়া 13

জাকারিয়া 13:1-2-3