জবুর 94:19-22 Kitabul Mukkadas (MBCL)

19. আমার মনে যখন দুশ্চিন্তা বেড়ে যায়,তখন তোমার দেওয়া সান্ত্বনাআমার অন্তরকে আনন্দিত করে।

20. খারাপ শাসনকর্তারা খারাপ কাজের জন্য আইন তৈরী করে;তোমার সংগে তাদের কি কোন সম্বন্ধ থাকতে পারে?

21. তারা সৎ লোকের বিরুদ্ধে দল পাকায়আর নির্দোষীকে মৃত্যুর শাস্তি দেবার জন্য দোষী বানায়।

22. কিন্তু মাবুদই আমার কেল্লা;আমার আল্লাহ্‌ আমার আশ্রয়-পাহাড়।

জবুর 94