জবুর 92:11-14 Kitabul Mukkadas (MBCL)

11. আমার শত্রুদের পরাজয় আমি নিজের চোখেই দেখেছি;যারা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে সেই দুষ্ট লোকদের কান্নাআমি নিজের কানে শুনেছি।

12. আল্লাহ্‌ভক্ত লোক খেজুর গাছের মত ফুলে-ফলে ভরে উঠবে;সে লেবাননের এরস গাছের মত বেড়ে উঠবে।

13. আমাদের মাবুদ আল্লাহ্‌র বাড়ীতে যাদের লাগানো হয়েছেতারা তাঁরই উঠানে বেড়ে উঠবে।

14. শেষ বয়সেও তারা ফল দেবে;তারা সরস ও তাজা হবে।

জবুর 92