6. শত্রুরা চিরদিনের জন্য ধ্বংসের মুখে পড়েছে;তাদের শহরগুলো তুমি উপ্ড়ে ফেলে দিয়েছ;তাদের নাম পর্যন্ত মুছে গেছে।
7. মাবুদ চিরকাল রাজত্ব করেন;তিনি বিচারের সিংহাসন স্থাপন করেছেন।
8. তিনি ন্যায়ভাবে দুনিয়ার বিচার করবেন,সৎ ভাবেই সব জাতিদের শাসন করবেন।
9. যারা জুলুমের মধ্যে পড়ে আছেমাবুদই যেন তাদের আশ্রয় হনআর দুর্দিনের কেল্লা হন।
10. যারা তোমাকে জানে তারা যেন তোমার উপর ভরসা করে,কারণ হে মাবুদ, যারা তোমাকে গভীরভাবে জানতে চায়তাদের তুমি কখনও ত্যাগ কর নি।