33. কিন্তু আমার অটল মহব্বতআমি তার উপর থেকে তুলে নেব না;আমার বিশ্বস্ততা মিথ্যা হতে দেব না।
34. আমার স্থাপন করা ব্যবস্থা আমি বাতিল করব না;আমার মুখ যা বলেছে তা বদলাব না।
35. আমার পবিত্রতার কসম খেয়ে আমি একবারই বলে রেখেছি-আমি দাউদের কাছে কখনও মিথ্যা বলব না;
36. তার বংশ চিরকাল থাকবে;তার সিংহাসন আমার সামনে সূর্যের মত টিকে থাকবে।