জবুর 89:10-13 Kitabul Mukkadas (MBCL)

10. তুমি রহবকে চুরমার করে মেরে ফেলা লোকের মত করেছ;তোমার শক্তিশালী হাতে তোমার শত্রুদের তুমি ছড়িয়ে দিয়েছ।

11. আসমান তোমার, জমীনও তোমার;এই দুনিয়া ও তার মধ্যেকার সব কিছু তুমিই স্থাপন করেছ।

12. উত্তর ও দক্ষিণ তোমারই সৃষ্টি;তাবোর ও হর্মোণ পাহাড় তোমাকে নিয়ে আনন্দের কাওয়ালী গায়।

13. তোমার হাত ক্ষমতায় ভরা;তোমার হাতে রয়েছে শক্তি,তোমার ডান হাতের শক্তির তুলনা নেই।

জবুর 89