12. ঐ সব শত্রুরা বলেছিল, “এস, আমরা আল্লাহ্র দেওয়া দেশটাদখল করে নিই।”
13. হে আমার আল্লাহ্, তুমি তাদেরবাতাসে উড়ে যাওয়া শুকনা গাছের মত কর,বাতাসের মুখে তুষের মত কর।
14. বনে আগুন লাগলে যেমন গাছের পর গাছ পুড়িয়ে দেয়আর আগুনের শিখা পাহাড়ের পর পাহাড় জ্বালিয়ে দেয়,