জবুর 80:1-5 Kitabul Mukkadas (MBCL)

1. হে ইসরাইলের পালক, তুমি আমাদের কথায় কান দাও;তুমি ইউসুফের বংশকে ভেড়ার পালের মত করে চালিয়ে নি"ছ।তুমি কারুবীদের উপরে আছ,তোমার নূর তুমি ছড়িয়ে দাও।

2. তুমি আফরাহীম, বিন্‌ইয়ামীন ও মানশা-গোষ্ঠীর সামনেতোমার শক্তিকে জাগিয়ে তোলআর আমাদের উদ্ধার করতে এস।

3. হে আল্লাহ্‌, তুমি আগের অবস্থায় আমাদের ফিরিয়ে নিয়ে যাও;তোমার রহমত আলোর মত করে আমাদের উপর পড়ুক,আমরা তাতে উদ্ধার পাব।

4. হে মাবুদ আল্লাহ্‌ রাব্বুল আলামীন,তোমার বান্দাদের মুনাজাতেআর কতকাল তুমি রেগে থাকবে?

5. খাবার জিনিস হিসাবে তুমি চোখের পানি তাদের খেতে দিয়েছআর প্রচুর চোখের পানি পান করিয়েছ।

জবুর 80