জবুর 78:14-22 Kitabul Mukkadas (MBCL)

14. দিনে মেঘ দিয়ে আর সারা রাত আগুনের আলো দিয়েতিনি তাদের পথ দেখিয়েছিলেন।

15. মরুভূমিতে পাথর ফাটিয়ে মাটির নীচের পানি থেকেতিনি তাদের অনেক খাবার পানি দিলেন।

16. পাহাড়ের মত পাথর থেকেতিনি পানির স্রোত বের করে আনলেন;সেই পানি তিনি নদীর মত করে বইয়ে দিলেন।

17. কিন্তু তারা তাঁর বিরুদ্ধে গুনাহ্‌ করতেই থাকল;আল্লাহ্‌তা’লার বিরুদ্ধে মরুভূমিতে বিদ্রোহ করল।

18. তাদের ইচ্ছামত খাবার দাবি করেমনে মনে তারা আল্লাহ্‌কে পরীক্ষা করল।

19. তারা আল্লাহ্‌র বিরুদ্ধে এই কথা বলল,“আল্লাহ্‌ কি মরুভূমিতে খাবার দিয়েটেবিল সাজাতে পারেন?

20. তিনি পাথরে আঘাত করলেনআর তা থেকে উপ্‌চে পড়া পানির স্রোত বেরিয়ে আসল;তাই বলে কি তিনি আমাদের রুটিও দিতে পারেন?তিনি কি তাঁর বান্দাদের জন্য গোশ্‌ত যোগাতে পারেন?”

21. এ কথা শুনে মাবুদ রাগে জ্বলে উঠলেন।ইয়াকুবের বিরুদ্ধে তাঁর অন্তরে আগুন জ্বলে উঠল,ইসরাইলের বিরুদ্ধে তাঁর গজব জেগে উঠল;

22. কারণ আল্লাহ্‌র উপরে তারা ঈমান আনে নি;তিনি যে তাদের উদ্ধার করবেনসেই কথায় তারা ভরসা করে নি।

জবুর 78