4. তুমিই আমার চোখের পাতা খোলা রাখতে;আমি খুব অস্থির হয়ে পড়তাম,তাই কথাও বলতে পারতাম না।
5. অনেক পুরানো দিনের কথা আমি ভাবতাম,ভাবতাম অনেক অনেক বছর আগেকার কথা।
6. রাতের বেলায় আমার সব কাওয়ালীর কথা আমার মনে পড়ত;আমি অন্তরে গভীরভাবে চিন্তা করতামআর মনে মনে প্রশ্ন করতাম-
7. মালিক কি চিরদিনের জন্য আমাদের ত্যাগ করেছেন?তিনি কি আমাদের আর কখনও রহমত করবেন না?
8. তাঁর অটল মহব্বত কি চিরদিনের জন্য শেষ হয়ে গেল?তাঁর ওয়াদাও কি চিরকালের জন্য বিফল হয়ে গেল?
9. আল্লাহ্ কি রহমত করতে ভুলে গেলেন?তিনি কি রাগে তাঁর মমতা বন্ধ করে দিলেন? [সেলা]