জবুর 76:1-3 Kitabul Mukkadas (MBCL)

1. এহুদা-রাজ্যে সকলেই আল্লাহ্‌র কথা জানে;ইসরাইল-রাজ্যে তাঁর নাম মহান।

2. জেরুজালেমে তাঁর আবাস-তাম্বুআর সিয়োনে তাঁর বাসস্থান আছে।

3. তিনি সেখানে সব জ্বলন্ত তীর ভেংগে ফেলেছেন,ভেংগে ফেলেছেন ঢাল, তলোয়ার আর যুদ্ধের অস্ত্রশস্ত্র। [সেলা]

জবুর 76