জবুর 74:7-11 Kitabul Mukkadas (MBCL)

7. তোমার পবিত্র স্থানে তারা আগুন লাগিয়েছে,তোমার থাকবার জায়গা মাটির সংগে মিশিয়ে দিয়েনাপাক করেছে।

8. তারা মনে মনে বলেছে,“আমরা ওদের সম্পূর্ণভাবে দাবিয়ে রাখব।”আল্লাহ্‌র সংগে মিলিত হওয়ার সব জায়গাগুলোতারা পুড়িয়ে দিয়েছে।

9. আমাদের জন্য কোন অলৌকিক চিহ্ন দেখানো হচ্ছেএমন তো আর আমরা দেখি না;কোন নবীও আর নেই;এরকম যে আর কতদিন চলবেতা আমাদের কেউ জানে না।

10. হে আল্লাহ্‌, শত্রুরা আর কতদিন ঠাট্টা-বিদ্রূপ করবে?চিরদিনই কি শত্রুরা তোমার নামের অপমান করবে?

11. কেন তুমি তোমার হাতখানা, ঐ ডান হাতখানা লুকিয়ে রেখেছ?তা বুকের মধ্য থেকে বের করে এনে তাদের শেষ করে দাও।

জবুর 74