জবুর 71:8-14 Kitabul Mukkadas (MBCL)

8. আমার মুখে তোমার গুণগান লেগেই আছে,তা সারা দিনই তোমার গৌরবের কথা বলে।

9. আমার এই শেষ বয়সে আমাকে ফেলে দিয়ো না;আমার শক্তি ফুরিয়ে গেছে, আমাকে ত্যাগ কোরো না।

10. আমার শত্রুরা আমার বিরুদ্ধে কথা বলছে;যারা আমাকে হত্যা করতে চায়তারা সবাই মিলে শলা-পরামর্শ করছে।

11. তারা বলছে, “আল্লাহ্‌ ওকে ত্যাগ করেছেন;ওকে তাড়া করে ধরে ফেল, ওকে বাঁচাবার কেউ নেই।”

12. হে আল্লাহ্‌, তুমি আমার কাছ থেকে দূরে থেকো না;হে আমার আল্লাহ্‌, আমাকে সাহায্য করতে তুমি শীঘ্র এস।

13. আমার বিপক্ষেরা লজ্জিত ও ধ্বংস হোক;যারা আমাকে বিপদে ফেলার চেষ্টায় আছেতারা ঘৃণা আর অপমানে ঢাকা পড়ুক।

14. কিন্তু আমি সব সময়েই তোমার উপর ভরসা করব,তোমার প্রশংসার উপর প্রশংসা করতে থাকব।

জবুর 71