জবুর 71:19-22 Kitabul Mukkadas (MBCL)

19. হে আল্লাহ্‌, তোমার ন্যায় কাজ যেন আসমান ছুঁয়েছে;সব মহান কাজ তুমিই করেছ;হে আল্লাহ্‌, তোমার সমান আর কে আছে?

20. যদিও তুমি আমার উপর অনেক কষ্ট আর বিপদ এনেছ,তবুও তুমিই আবার আমার প্রাণ জীবিত করে তুলবে;মাটির তলা থেকে তুলে আনার মত করেআবার তুমি আমাকে তুলে আনবে।

21. আমি চাই তুমি যেন আমার সম্মান বাড়িয়ে দাও,আবার আমাকে সান্ত্বনা দাও।

22. হে আমার আল্লাহ্‌, তোমার বিশ্বস্ততার বিষয় নিয়েআমি বীণা বাজিয়ে তোমার প্রশংসা করব;হে ইসরাইলের আল্লাহ্‌ পাক,আমি সুরবাহারে তোমার প্রশংসা-কাওয়ালী গাইব।

জবুর 71