জবুর 69:8-14 Kitabul Mukkadas (MBCL)

8. আমার ভাইদের কাছে আমি যেন অচেনা হয়ে গেছি,মায়ের পেটের ভাইদের কাছে বিদেশী হয়েছি।

9. তোমার ঘরের জন্য আমার যে গভীর ভালবাসা,সেই ভালবাসাই আমার দিলকে জ্বালিয়ে তুলেছে।যারা তোমাকে অপমান করেতাদের করা সব অপমান আমার উপরেই পড়েছে।

10. আমার কান্না আর আমার রোজার কষ্টআমার দুর্নামের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

11. আমি যখন চট পরেছি তখন লোকে আমাকে টিট্‌কারি দিয়েছে।

12. যারা শহরের দরজায় বসেতাদের মধ্যে আমাকে নিয়ে কথা ওঠে;মাতালেরা আমাকে নিয়ে গান বাঁধে।

13. কিন্তু হে মাবুদ, যে সময়ে তোমার রহমত পাওয়া যায়আমি সেই সময়ে তোমার কাছে মুনাজাত করছি;হে আল্লাহ্‌, তোমার অটল মহব্বতেতোমার উদ্ধার করার বিশ্বস্ততা দেখিয়ে আমাকে জবাব দাও।

14. পাঁক থেকে আমাকে উদ্ধার কর,আমাকে ডুবে যেতে দিয়ো না;আমার শত্রুদের হাত থেকে তুমি আমাকে উদ্ধার কর,উদ্ধার কর অথৈ পানির মধ্য থেকে।

জবুর 69