জবুর 69:5-12 Kitabul Mukkadas (MBCL)

5. হে আল্লাহ্‌, তুমি তো আমার বোকামির কথা জান;আমার দোষ তোমার কাছে লুকানো নেই।

6. হে মালিক, আল্লাহ্‌ রাব্বুল আলামীন,যারা তোমার অপেক্ষায় থাকেআমার দরুন তারা যেন লজ্জা না পায়।হে ইসরাইলের মাবুদ, যারা তোমাকে জানবার জন্য আগ্রহীতারা যেন আমার দরুন অসম্মানিত না হয়।

7. আমি তোমার জন্যই অপমান সহ্য করেছি,অসম্মানে আমার মুখ ঢেকে গেছে।

8. আমার ভাইদের কাছে আমি যেন অচেনা হয়ে গেছি,মায়ের পেটের ভাইদের কাছে বিদেশী হয়েছি।

9. তোমার ঘরের জন্য আমার যে গভীর ভালবাসা,সেই ভালবাসাই আমার দিলকে জ্বালিয়ে তুলেছে।যারা তোমাকে অপমান করেতাদের করা সব অপমান আমার উপরেই পড়েছে।

10. আমার কান্না আর আমার রোজার কষ্টআমার দুর্নামের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

11. আমি যখন চট পরেছি তখন লোকে আমাকে টিট্‌কারি দিয়েছে।

12. যারা শহরের দরজায় বসেতাদের মধ্যে আমাকে নিয়ে কথা ওঠে;মাতালেরা আমাকে নিয়ে গান বাঁধে।

জবুর 69