জবুর 69:26-31 Kitabul Mukkadas (MBCL)

26. তুমি যাকে শাস্তি দিয়েছতারা তাকেই জুলুম করেছে;যাদের তুমি আঘাত করেছতাদের যন্ত্রণাই হল তাদের আলোচনার বিষয়।

27. অন্যায়ের উপর তাদের অন্যায় করে যেতে দাও;তারা যেন তোমার দেওয়া নাজাতের ভাগ না পায়।

28. জীবিতদের তালিকা থেকে তাদের নাম যেন মুছে যায়,আল্লাহ্‌ভক্তদের তালিকায় যেন তাদের নাম না থাকে।

29. আমি দুঃখ ও যন্ত্রণার মধ্যে আছি;হে আল্লাহ্‌, তুমি আমাকে উদ্ধার করেতাদের নাগালের বাইরে রাখ।

30. আমি কাওয়ালী গেয়ে আল্লাহ্‌র প্রশংসা করব;কৃতজ্ঞতার মধ্য দিয়ে তাঁর গৌরব করব।

31. বলদ এবং শিং ও খুরযুক্ত ষাঁড় কোরবানীর চেয়েতা মাবুদকে বেশী সন্তুষ্ট করবে।

জবুর 69