জবুর 68:19-22 Kitabul Mukkadas (MBCL)

19. দীন-দুনিয়ার মালিকের সমস্ত প্রশংসা হোক।তিনি প্রতিদিনই আমাদের বোঝা বইছেন;তিনিই আমাদের উদ্ধারকর্তা আল্লাহ্‌। [সেলা]

20. আমাদের আল্লাহ্‌ এমন আল্লাহ্‌ যিনি উদ্ধার করেন;আল্লাহ্‌ মালিক মৃত্যু থেকে রক্ষা করেন।

21. আল্লাহ্‌ নিঃসন্দেহে তাঁর শত্রুদের মাথা চুরমার করে দেবেন;যারা গুনাহে পড়ে থাকে সেই সব লোকদের চুলে ভরা মাথাতিনি চুরমার করে দেবেন।

22. দীন-দুনিয়ার মালিক বললেন,“আমি বাশন দেশ থেকে তাদের নিয়ে আসব;সমুদ্রের তলা থেকে তাদের তুলে আনব,

জবুর 68