জবুর 63:2-9 Kitabul Mukkadas (MBCL)

2. এই ভাব নিয়েই সেই পবিত্রস্থানে আমি তোমাকে দেখেছি,দেখেছি তোমার কুদরত ও গৌরব।

3. তোমার অটল মহব্বত পাওয়া বেঁচে থাকার চাইতেও ভাল;আমার মুখ তোমার প্রশংসা করবে।

4. আমি সারা জীবন তোমার প্রশংসা করব;তোমার উদ্দেশে আমি হাত তুলে মুনাজাত করব।

5. গোশ্‌ত ও মজ্জায় তৃপ্ত হওয়া লোকের মতই আমার প্রাণ তৃপ্ত;আমার মুখ মহা আনন্দে তোমার প্রশংসা-কাওয়ালী গাইবে।

6. বিছানায় শুয়ে আমি তোমার কথা ভাবি,রাতের প্রহরে প্রহরে তোমার বিষয় ধ্যান করি;

7. কারণ তুমিই আমার সাহায্যকারী;তোমার ডানার ছায়ায় আমি কাওয়ালী গাই।

8. আমার প্রাণ তোমাকে আঁকড়ে ধরেছে;তোমার ডান হাত আমাকে ধরে রেখেছে।

9. যারা আমার জীবন শেষ করার খোঁজে থাকেতারা দুনিয়ার তলায় সবচেয়ে নীচু জায়গায় নেমে যাবে।

জবুর 63