জবুর 60:7-11 Kitabul Mukkadas (MBCL)

7. গিলিয়দ আমার, মানশাও আমার;আফরাহীম যেন আমার মাথার লোহার টুপী,আর এহুদা আমার রাজদণ্ড।

8. মোয়াব আমার পা ধোয়ার পাত্র;আমি ইদোমের উপরে আমার পায়ের জুতা ফেলব;আর ফিলিস্তীন, আমার জন্য তুমি চিৎকার করে ওঠো।”

9. কে আমাকে ঐ শহরে নিয়ে যাবে যেখানে ঢোকা শক্ত?কে আমাকে পথ দেখিয়ে ইদোমে নিয়ে যাবে?

10. হে আল্লাহ্‌, তুমি কি আমাদের বাতিল কর নি?আমাদের সৈন্যদলের সংগে তুমি তো আর যাও না।

11. হে আল্লাহ্‌, শত্রুর বিরুদ্ধে তুমি আমাদের সাহায্য কর,কারণ মানুষের সাহায্যের তো কোন দাম নেই।

জবুর 60