3. তারা আমার জন্য ওৎ পেতে আছে,ভয়ংকর লোকেরা আমার উপর হামলা শুরু করেছে;হে মাবুদ, তা আমার কোন অন্যায় বা গুনাহের জন্য নয়।
4. আমি কোন দোষ করি নি,তবুও তারা ছুটে এসে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে।আমার সাহায্যের জন্য তুমি উঠে এস, আমার বিপদ দেখ।
5. হে মাবুদ আল্লাহ্ রাব্বুল আলামীন, ইসরাইলের আল্লাহ্,তুমি সমস্ত জাতিকে শাস্তি দেবার জন্য ওঠো;দুষ্ট বেঈমানদের প্রতি তুমি কোন দয়া দেখিয়ো না। [সেলা]
6. তারা সন্ধ্যাবেলায় ফিরে আসে, কুকুরের মত চিৎকার করে,আর শহরের সব জায়গায় ঘুর ঘুর করে বেড়ায়।