1. হে মাবুদ, আমার কথায় কান দাও,আমার দিলের আকুলতা দেখ।
2. হে আমার বাদশাহ্, হে আমার আল্লাহ্,তোমার সাহায্যের জন্য আমার ফরিয়াদ তুমি শোন,কারণ আমি তোমারই কাছে মুনাজাত করছি।
3. হে মাবুদ, প্রতিদিন সকাল বেলায়তুমি আমার কথা শুনতে পাও।সকাল বেলায় আমি তোমার সামনেআমার মুনাজাতের ডালি সাজিয়ে রাখিআর আশা নিয়ে চেয়ে থাকি।
4. হে আল্লাহ্, তুমি অন্যায়ে আনন্দিত হওয়ার আল্লাহ্ নও;খারাপ লোকেরা তোমার সামনে থাকতে পারে না।
5. যারা গর্বিত তারা তোমার সামনে দাঁড়াতে পারে না;যারা খারাপ কাজ করে বেড়ায় তাদের তুমি অগ্রাহ্য কর।