জবুর 46:7-10 Kitabul Mukkadas (MBCL)

7. আল্লাহ্‌ রাব্বুল আলামীন আমাদের সংগে আছেন;ইয়াকুবের মাবুদ আমাদের কেল্লা। [সেলা]

8. এস, মাবুদের বিভিন্ন কাজ দেখ-তিনি দুনিয়াতে ধ্বংস এনেছেন,

9. তিনি দুনিয়ার সব যুদ্ধ বন্ধ করেন,তিনি ধনুক ভাংগেন,তিনি বর্শা টুকরা টুকরা করেন,তিনি রথ আগুনে পোড়ান।

10. মাবুদ বলেন, “তোমরা থাম;তোমরা এ কথা জেনো যে, আমিই আল্লাহ্‌;সব জাতি আমাকেই গৌরব দান করবে,গৌরব দান করবে দুনিয়া।”

জবুর 46