জবুর 46:2-3-5 Kitabul Mukkadas (MBCL)

2-3. যদিও বা দুনিয়া কেঁপে ওঠে,পাহাড়-পর্বত গিয়ে পড়ে সাগরের মধ্যে,যদিও বা তার পানি গর্জন করে আর ফেনায় ভরে ওঠেআর তার ঢেউয়ের আঘাতে পাহাড়-পর্বত দুলে ওঠে,তবুও আমরা ভয় করব না। [সেলা]

4. একটা নদী আছে যার নানা স্রোতের ধারাআল্লাহ্‌র শহরকে আনন্দময় করে তোলে,আনন্দময় করে তোলে সেই পবিত্র জায়গাযেখানে আল্লাহ্‌তা’লা থাকেন।

5. আল্লাহ্‌ সেই শহরের মধ্যে থাকেন, সেজন্য তা স্থির থাকবে;দিনের শুরুতেই আল্লাহ্‌ তাকে সাহায্য করবেন।

জবুর 46