জবুর 44:3-6 Kitabul Mukkadas (MBCL)

3. তাঁরা নিজেদের তলোয়ার দিয়ে এই দেশ দখল করেন নি,নিজেদের শক্তিতে জয়লাভও করেন নি;তোমার শক্তি, জ্বী, তোমার মহাশক্তি,আর তোমার উপস্থিতির মহিমাই তা করেছিল,কারণ তাঁদের উপর তোমার রহমত ছিল।

4. হে আল্লাহ্‌, তুমিই আমার বাদশাহ্‌;ইয়াকুবের জয়ের ব্যবস্থা তুমিই কর।

5. আমাদের শত্রুদের আমরা তোমারই শক্তিতে পিছু হটাব;যারা আমাদের বিরুদ্ধে উঠবেতোমার জোরেই তাদের পায়ে মাড়াব।

6. আমার ধনুকের উপর আমি ভরসা করি না,আমার তলোয়ার আমাকে জয় দান করতে পারে না;

জবুর 44