জবুর 44:13-17 Kitabul Mukkadas (MBCL)

13. প্রতিবেশী জাতিদের কাছে তুমি আমাদেরনিন্দার পাত্র করে তুলেছ;চারপাশের লোকদের কাছে হাসি-তামাশার খোরাক করেছ।

14. অন্যান্য জাতির কাছে তুমি আমাদের নামকেটিট্‌কারির ভাষা করেছ;লোকেরা আমাদের দেখে মাথা নাড়ে।

15-16. যারা আমার নিন্দা ও বদনাম করে তাদের কথার জন্য,আর যে শত্রুরা আমার উপরপ্রতিশোধ নেবার জন্য বসে আছে তাদের জন্য,একটা অপমানবোধ সব সময় আমার মনে লেগেই আছে;আমি লজ্জায় ডুবে আছি।

17. এ সবই আমাদের উপর ঘটেছে,তবুও যে আমরা তোমাকে ভুলে গেছি তা নয়;তোমার ব্যবস্থার প্রতি যে একেবারে বেঈমানী করেছি তা-ও নয়।

জবুর 44