জবুর 42:1-2 Kitabul Mukkadas (MBCL)

1. হরিণ যেমন আকুলভাবে পানির ধারা কামনা করে,তেমনি করে হে আল্লাহ্‌, আমার প্রাণতোমার জন্য আকুল হয়ে আছে।

2. আল্লাহ্‌র জন্য, জীবন্ত আল্লাহ্‌র জন্যআমার প্রাণে পিপাসা জেগেছে;কখন আমি গিয়ে তাঁর সামনে দাঁড়াতে পারব?

জবুর 42