1. ধন্য সেই লোক, যার মনে অসহায়দের জন্য চিন্তা রয়েছে;দুর্দিনে মাবুদ তাকে উদ্ধার করবেন।
2. মাবুদ তাকে রক্ষা করবেন ও বাঁচিয়ে রাখবেন;দেশে সে সুখী হবে।তার শত্রুদের হাতে তিনি তাকে তুলে দেবেন না।
3. সে অসুস্থ হয়ে যখন বিছানায় পড়বেতখন মাবুদ তাকে সান্ত্বনা দেবেন;রোগীর বিছানা থেকে তিনি তাকে তুলে আনবেন।