9. দুষ্ট লোকদের ধ্বংস করা হবে,কিন্তু মাবুদের উপর যারা আশা রাখেতারা দেশের দখল পাবে।
10. আর কিছুকাল পরেই দুষ্টেরা শেষ হয়ে যাবে;খুঁজলেও তাদের জায়গায় তাদের পাওয়া যাবে না।
11. কিন্তু নম্র লোকেরা দেশের দখল পাবে;প্রচুর দোয়া পেয়ে তারা আনন্দে মাতবে।
12. আল্লাহ্ভক্তদের বিরুদ্ধে দুষ্টেরা মতলব আঁটেআর তাদের বিরুদ্ধে দাঁতে দাঁত ঘষে।
13. দীন-দুনিয়ার মালিক জানেন দুষ্টদের শেষ দিন ঘনিয়ে এসেছে,সেজন্যই তাদের দেখে তিনি হাসেন।