জবুর 37:30-33 Kitabul Mukkadas (MBCL)

30. আল্লাহ্‌ভক্তদের মুখ জ্ঞানের কথা প্রচার করে;তাদের জিভ্‌ ন্যায়বিচারের কথা উচ্চারণ করে।

31. তাদের আল্লাহ্‌র নির্দেশ তাদের অন্তরে রয়েছে;তাদের পা পিছ্‌লে যাবে না।

32. দুষ্ট লোকেরা আল্লাহ্‌ভক্তদের জন্য ওৎ পেতে থাকে,তাদের হত্যা করবার চেষ্টা করে।

33. কিন্তু মাবুদ দুষ্টদের হাতে তাদের ছেড়ে দেবেন না;বিচারে তাদের দোষী সাব্যস্ত হতে দেবেন না।

জবুর 37