জবুর 37:3-10 Kitabul Mukkadas (MBCL)

3. মাবুদের উপর বিশ্বাস রাখ আর ভাল কাজ কর;নিজের দেশে বাস কর, বিশ্বস্তভাবে চল।

4. মাবুদকে নিয়ে আনন্দে মেতে থাক;তোমার মনের ইচ্ছা তিনিই পূরণ করবেন।

5. তোমার জীবন পথের ভার মাবুদের উপর ফেলে দাও;তাঁর উপর ভরসা কর, তিনিই সব করবেন।

6. তিনিই তোমার সততাকে আলোর মত উজ্জ্বল করে তুলবেন;তোমার ন্যায় কাজকে দুপুরের রোদের মত স্পষ্ট করবেন।

7. মাবুদের সামনে শান্ত হও;ধৈর্য্য ধরে তাঁর জন্য অপেক্ষা কর।নিজের কাজ সফল করতেযে লোক তার দুষ্ট পরিকল্পনা কাজে লাগায়,তার দরুন তুমি উতলা হোয়ো না।

8. রাগ করা বন্ধ কর, মেজাজ দেখানো ত্যাগ কর;উতলা হোয়ো না, কারণ তা তোমাকেকেবলই খারাপের দিকে নিয়ে যাবে।

9. দুষ্ট লোকদের ধ্বংস করা হবে,কিন্তু মাবুদের উপর যারা আশা রাখেতারা দেশের দখল পাবে।

10. আর কিছুকাল পরেই দুষ্টেরা শেষ হয়ে যাবে;খুঁজলেও তাদের জায়গায় তাদের পাওয়া যাবে না।

জবুর 37