জবুর 34:16-19 Kitabul Mukkadas (MBCL)

16. যারা খারাপ কাজ করে মাবুদ তাদের বিরুদ্ধে দাঁড়ান,যাতে দুনিয়ার বুক থেকে তাদের নাম মুছে যায়।

17. যারা ন্যায় কাজ করে মাবুদ তাদের ফরিয়াদ শোনেন;সমস্ত কষ্ট থেকে তিনি তাদের উদ্ধার করেন।

18. যাদের মন ভেংগে গেছে মাবুদ তাদের কাছে থাকেন;যাদের অন্তর চুরমার হয়ে গেছে তিনি তাদের উদ্ধার করেন।

19. যে ন্যায় পথে চলে তার বিপদ অনেক হলেওসেই সব থেকে মাবুদই তাকে উদ্ধার করেন।

জবুর 34